News71.com
 International
 16 Jun 16, 10:52 AM
 529           
 0
 16 Jun 16, 10:52 AM

জনমত জরিপে ৭০ শতাংশ মার্কিনীর মতামত রিপাবলিকান ট্রাম্পের বিপক্ষে....

জনমত জরিপে ৭০ শতাংশ মার্কিনীর মতামত রিপাবলিকান ট্রাম্পের বিপক্ষে....

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে দেশটির ৭০ শতাংশ মানুষ। স্থানীয় সময় গত মঙ্গলবার নতুন এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে ।

সূত্রে জানা গেছে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের মধ্যে ৭জন ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দল থেকে মনোনয়ন দেওয়ার বিপক্ষে। কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের পক্ষে সমর্থনের মাত্রার ঠিক উল্টোটা দেখা গেছে এই জরিপে। তখনকার জরিপগুলোতে ট্রাম্পের সমর্থকের সংখ্যা বাড়ছিল। নতুন জনমত জরিপে ট্রাম্পের পক্ষে মাত্র ২৯ শতাংশ মতামত দিয়েছে। ট্রাম্পের বিপক্ষে মতামত প্রদানকারীদের মধ্যে হিস্পানিকদের সংখ্যাই ৮৯ শতাংশ ।

চলতি মাসে ট্রাম্প যখন তাঁর নিজের দল থেকে বা ডেমোক্র্যাটদের সমালোচনা ছাড়া ভালো সময় কাটাচ্ছিলেন, তখনই নতুন জনমত জরিপে তাঁর সমর্থনের অবনতি দেখা দিল। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির মনোনীত হিলারি ক্লিনটনের বিপক্ষে ৫৫ শতাংশ আমেরিকান মতামত জানিয়েছে। ৪৩ শতাংশ তাঁর পক্ষে মতামত জানিয়েছেন। ওয়াশিংটন পোস্ট গত ৮ থেকে ১২ই জুন টেলিফোনের মাধ্যমে ১ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন