News71.com
 International
 16 Jun 16, 10:48 AM
 686           
 0
 16 Jun 16, 10:48 AM

রানি এলিজাবেথের হ্যান্ডব্যাগের রহস্য উন্মোচন !

রানি এলিজাবেথের হ্যান্ডব্যাগের রহস্য উন্মোচন !

আন্তর্জাতিক ডেস্ক: রানি এলিজাবেথকে কখনই তাঁর হ্যান্ডব্যাগ ছাড়া থাকতে দেখা যায় না। সে কোনও পার্টি হোক বা মিটিং, মানানসই হ্যান্ডব্যাগ সব সময় তাঁর বাঁ হাতের দখলে থাকবেই। এমনকী, ৯০-তম জন্মদিনেও তাঁকে হ্যান্ডব্যাগ নিয়ে দেখা গিয়েছে।

অথচ, আমার-আপনার মতো কোথাও যাতায়াতের জন্য তাঁর টাকা তো লাগে না। নিজের গাড়িতেই যাতায়াত করেন তিনি। তার উপর দিনভর তাঁর প্রয়োজনীয় বিষয়ে দেখভালের জন্য আলাদা লোকও রয়েছে। আবার আমার-আপনার মতো খাবার, জলের বোতল এ সবও ব্যাগে ভরে নিয়ে যাওয়ার কোনও মানে হয় না রাণী এলিজাবেথের।

২০১২ সালে রাজ পরিবারের বায়োগ্রাফার স্যালি বেদেল স্মিথের হাত ধরেই এই রহস্যের কিনারা হয়। জানা যায়, রানির ব্যাগে থাকে তাঁর পছন্দের ব্রান্ডের একটি লিপস্টিক। যেটি দিয়ে মাঝে মধ্যেই তাঁকে ঠোট রাঙাতে দেখা যায়। আর থাকে একটি ছোট আয়না, চিরুনি, ৫ পাউন্ডের একটি নোট, একটি মোবাইল, চশমা, মিন্ট লজেন্স, ঝর্নাকলম আর একটি হুক। নিজের চেয়ারে বসার পরে টেবিলের নীচে এই হুকেই ব্যাগটি ঝুলিয়ে রাখেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন