আন্তর্জাতিক ডেস্কঃ আলজেরিয়া সীমান্তের কাছাকাছি সাহারা মরুভূমি থেকে ২০ শিশুসহ ৩৪ অভিবাসীর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে নাইজেরিয়ার কতৃপক্ষ । নাইজার সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাহারার ছোট মরুভূমি শহর অ্যাসামাক্কা থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পাচারকারী চক্র তাদের ছেড়ে যাওয়ার পর প্রচণ্ড পানি তৃষ্ণায় তাদের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাজউম মোহাম্মেদ ।
তিনি জানান, মৃতদের মধ্যে ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। বাকিরা সবাই শিশু। জুনের ৬ থেকে ১২ তারিখের মধ্যে তাদের মৃত্যু হতে পারে। নিহতদের মধ্যে ২জন নাইজেরিয়ান বলে নিশ্চিত হওয়া গেলেও বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। সাব-সাহারান আফ্রিকা ও ইউরোপের মধ্যকার অন্যতম অভিবাসী রুট নাইজার। প্রতি বছর বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী মালি ও নাইজার হয়ে আলজেরিয়ায় যায়। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) মতে গত বছর ১ লাখ ২০ হাজার অধিবাসী নাইজারের উষর উত্তরাঞ্চল অতিক্রম করেছে ।