News71.com
 International
 16 Jun 16, 10:36 AM
 536           
 0
 16 Jun 16, 10:36 AM

ত্রিদেশীয় যৌথ নৌ মহড়া চলাকালে জাপানের জলসীমায় চীনা যুদ্ধ জাহাজ

ত্রিদেশীয় যৌথ নৌ মহড়া চলাকালে জাপানের জলসীমায় চীনা যুদ্ধ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দুটি জাহাজের গতিবিধি খতিয়ে দেখার জন্য জাপানের জলসীমায় ঢুকে পড়ল চিনের নৌবাহিনীর একটি জাহাজ। ওই জাহাজটিকে দেখতে পায় জাপানের একটি নজরদারি বিমান। টোকিও-র চিনা দূতাবাসকে চিঠি দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিনের অবশ্য দাবি, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি। আইনানুসারে, নিরাপত্তা বিঘ্নিত না করলে সব দেশের জাহাজই (সামরিক জাহাজ সহ) অন্য দেশের জলসীমায় ঢুকতে পারে। এর জন্য আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোশিগে সেকো জানিয়েছেন, ভারত, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ মহড়া চলাকালীন ভারতীয় জাহাজ দেখতে পেয়ে অনুসরণ শুরু করে চিনা জাহাজ। কুচিনোয়েরাবু দ্বীপের পশ্চিম দিকে জাপানের জলসীমার মধ্যে সেটিকে দেখতে পায় নজরদারি বিমান।

এর আগে ২০০৪ সালে শেষবার জাপানের জলসীমায় চিনের একটি ডুবোজাহাজ ঢুকে পড়েছিল। তারপর এই প্রথম জাপানে ঢুকল চিনা জাহাজ। জাপানের বিদেশ মন্ত্রী ফুমিও কিশিদা চিনের সেনাবাহিনীর কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করেছেন। সেকো বলেছেন, তাঁরা চিনের উদ্দেশ্য জানার চেষ্টা করছেন। জাপানের জলসীমা ও আকাশপথে নজরদারি বাড়ানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন