আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে ভারত সরকারকে সক্রিয় হতে বলেছেন দেশটির কয়েকটি মুসলিম সংগঠন । গত কয়েকদিনে পুরোহিত ও সেবক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল ভারতের আসাম রাজ্যের জামিয়া ইসলামিয়া খানক্কায়ে মদনি ও কাছাড় মুসিলম যুব প্রজন্ম দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড বন্ধের জন্য শেখ হাসিনা সরকারের উপর চাপ সৃষ্টি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি জানান ।
জানা গেছে, ভারতের মুসলিম সম্প্রদায়ভুক্ত কাছাড় মুসলিম যুব প্রজন্মের নেতা নাজির হুসেন মজুমদার, বাহারুল ইসলাম বড়ভুঁইয়া, শাবানা আহমদ মজুমদার, জিয়াউর রহমান, জাকারিয়া আহমদ বড়ভুঁইয়া বাংলাদেশে সম্প্রতি হিন্দু পুরোহিত ও সেবক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। তারা শিগগিরই নৃশংস হত্যাকাণ্ড বন্ধের জন্য বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেন ।
এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরী জানিয়েছেন, বাঙালি রাষ্ট্র বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই বাঙালি। অথচ দেশটিতে এক বাঙালির ওপর আরেক বাঙালির আক্রমণ কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ মেনে নিতে পারেন না। তিনি জানান, বাংলাদেশের বর্তমান ঘটনা প্রবাহ তাদের অভ্যন্তরীণ হলেও আমরা ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার নিয়ম অনুযায়ী ভারত সক্রিয় উদ্যোগ গ্রহণ করুক ।
সূত্রে জানা, আসামের পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানক্কায়ে মদনিতে রমজান মাস উপলক্ষে চলছে খানক্কা। এর মধ্যেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ওপর একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আহমদ সায়ীদ এসব হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধে বিশেষ দোয়াও করেন। প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গত সোমবার ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ব হিন্দু পরিষদসহ বেশ কয়েকটি হিন্দু সংগঠন। তারা সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেছেন। এ ঘটনার একদিন পর ভারতের ২টি মুসলিম সংগঠন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানালো ।