News71.com
 International
 16 Jun 16, 12:17 AM
 544           
 0
 16 Jun 16, 12:17 AM

ফ্লোরিডায় সমকামি ক্লাবে হামলায় ওমর মতিনের বতর্মান স্ত্রী জড়িত!!

ফ্লোরিডায় সমকামি ক্লাবে হামলায় ওমর মতিনের বতর্মান স্ত্রী জড়িত!!

আন্তর্জাতিক ডেস্ক: ফ্লোরিডায় নাইটক্লাবে হামলার কথা আগে থেকে জানতেন আততায়ী মতিনের বর্তমান স্ত্রী। এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। তার বিরুদ্ধেও আনা হতে পারে ফৌজদারি অভিযোগ।

আমেরিকার ফ্লোরিডায়, নৃশংস ওমর মতিনের বেপরোয়া আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়েছে ৪৯ জনের প্রাণ! যে ঘটনা আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছে আমেরিকাবাসীর শিড়দাঁড়ায়!

কারণ, মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর, মতিনের দ্বিতীয় স্ত্রী নূর জাহি সলমন, গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কাছে দাবি করেছেন, তাঁর স্বামী যখন আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কিনছিলেন, তখন তাঁর সঙ্গেই ছিলেন তিনি। এমনকী, তিনি নাকি মতিনকে একবার অরল্যান্ডোর এই নাইটক্লাবে নিয়েও গিয়েছিলেন! আততায়ীর দ্বিতীয় স্ত্রীর এই দাবি শুনে হতবাক গোয়েন্দারা!

তবে শুধুমাত্র আগ্নেয়াস্ত্র কেনাই নয়, হামলার পরিকল্পনাতেও সামিল ছিলেন নূর । সেই কারণেই কি আগেভাগে এতবড় হামলার আঁচ পাওয়া সত্বেও, পুলিশকে কিছু জানানোর আগ্রহ দেখাননি নূর জাহি। মতিনের দ্বিতীয় স্ত্রীর অবশ্য দাবি, তিনি তাঁর স্বামীকে বোঝাচ্ছিলেন যাতে সে কোনওরকম খারাপ কাজ না করে ।

মতিনের মতো তাঁর স্ত্রীর নামও এই হত্যা মামলার সঙ্গে যুক্ত করার বিষয়ে ভাবনাচিন্তা করতে শুরু করেছেন তাঁরা! এবিষয়ে সিদ্ধান্ত নিতে বিচারপতিদের একটি বেঞ্চও তৈরি করা হয়েছে। তবে, ফ্লোরিডার এই আততায়ীর নাইটক্লাবে যাওয়ার কথা অবশ্য এর আগেও শোনা গিয়েছে। তার প্রাক্তন স্ত্রীর মুখ থেকে!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন