News71.com
 International
 15 Jun 16, 06:23 PM
 576           
 0
 15 Jun 16, 06:23 PM

গত দেড় বছরে ৬টি পারমাণবিক বোমা বানিয়েছে প্রেসিডন্ট কিমের উত্তর কোরিয়া....

গত দেড় বছরে ৬টি পারমাণবিক বোমা বানিয়েছে প্রেসিডন্ট কিমের উত্তর কোরিয়া....

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া গত ১৮ মাসে আরো অন্তত ছয়টি বা তারচেয়ে বেশি পারমাণবিক বোমা বানিয়েছে এমন ধারণা করছে সবাই। এ নিয়ে দেশটির মোট সম্ভাব্য পরমাণু অস্ত্রের সংখ্যা দাঁড়ালো ২১ বা এর বেশি। মঙ্গলবার মার্কিন থিংক ট্যাঙ্ক এই সম্বন্ধে একথা বলেন।

উত্তর কোরিয়া ইয়ংবিয়ং কমপ্লেক্সে পরমাণু অস্ত্রে ব্যবহারের জন্যে প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ ফের শুরু করে থাকতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান ইয়োকিয়া আমানো গত সপ্তাহে এমন কথা বলে।এরপর খবরটি প্রকাশিত হয়।

উল্লেখ্য গত ২০১৪ সালের শেষের দিকে দ্য ইন্সটিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি উত্তর কোরিয়ার ১০ থেকে ১৬ টি পারমাণবিক অস্ত্র থাকার কথা বলেছিল। এর পর থেকে উত্তর কোরিয়া আরো ৪ থেকে ৬ পরমাণু অস্ত্র তৈরি করে বলে সংস্থাটি জানায়। এর ফলে এখন পর্যন্ত ১৩ থেকে ২১ বা তার বেশি পারমাণবিক বোমা তাদের সম্ভারে থাকল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন