News71.com
 International
 15 Jun 16, 04:44 PM
 582           
 0
 15 Jun 16, 04:44 PM

পাকিস্তানে 'অনার কিলিং' কে ইসলাম বিরোধী প্রথা ঘোষণা : কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি

পাকিস্তানে 'অনার কিলিং' কে ইসলাম বিরোধী প্রথা ঘোষণা : কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে পরিবারের সম্মান হানীর কারণে 'অনার কিলিং' বা হত্যাকে ইসলাম বিরোধী বলে ঘোষণা দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি এই ঘোষণা দেয়। অনার কিলিং নামে পরিচিত এ ধরনের হত্যাকাণ্ড পাকিস্তানে প্রচলিত রয়েছে।

গত সপ্তাহে পরিবারের অমতে বিয়ে করার কারণে এক তরুণীকে পুড়িয়ে মারা হয়। পরিবারের সম্মানহানী হয়েছে এমন সব কারণে সেদেশে গত বছর এগারো শত নারী নিজের পরিবারের সদস্যদের হাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ বিষয়ে গার্ডিয়ান জানায়, দ্য সুন্নি ইত্তিহাদ কাউন্সিল পরিবারের সদস্যদের মাধ্যমে হওয়া এরূপ হত্যাকাণ্ডের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তারা জানিয়েছে, এরূপ হত্যাকাণ্ড অ-ইসলামিক, শরীয়াহ পরিপন্থী এবং ন্যায় বিরুদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন