আন্তর্জাতিজ ডেস্ক: সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে পদত্যাগ করেছেন জাপানের গভর্নর ইয়োইশি মাসুজোই। অভিযোগ আছে তিনি ছুটি কাটানোর সময় সরকারি অর্থ ব্যবহার করেছেন। ছেলেমেয়ের জন্য আর্ট ও কমিকের বই কিনেছেন। এ নিয়ে জাপানে তীব্র বিতর্কের মুখে পড়েন তিনি।
আজ বুধবার দিনশেষে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা রয়েছে। ২০২০ সালে অলিম্পিকের স্বাগতিক দেশ জাপান। তাছাড়া সামনেই সেখানে পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচন। এ দুটি ঘটনায়ই এর প্রভাব পড়বে বলে মত রাজনৈতিক বোদ্ধাদের।