News71.com
 International
 15 Jun 16, 01:38 PM
 503           
 0
 15 Jun 16, 01:38 PM

শেষ প্রাইমারিতে জয়ের পর জনসমর্থন জরিপেও রিপাবলিকান ট্রাম্পের থেকে অনেক এগিয়ে হিলারি

শেষ প্রাইমারিতে জয়ের পর জনসমর্থন জরিপেও রিপাবলিকান ট্রাম্পের থেকে অনেক এগিয়ে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ প্রাইমারিতে জয়ী হওয়ার পর জনসমর্থনেও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো এগিয়ে গেছেন সাবেক ফাস্টলেডি ডেমোক্রেট হিলারি ক্লিনটন। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। মার্কিন জনগনের মধ্যে শতকরা ৫৪ ভাগ মানুষই চান, আসন্ন সাধারণ নির্বাচনে হিলারি ক্লিনটন প্রেসিডন্ট পদে বিজয়ী হোক। আর এদের মধ্যে শতকরা ৪০ ভাগ ভোটার মনে করেন নির্বাচনে ট্রাম্প জিতবেন।

অন্যদিকে,রেজিস্ট্রার্ড ভোটারের মধ্যে শতকরা প্রায় ৫০ ভাগ ভোটারই হিলারি ক্লিনটনকে সর্মথন করেছেন; আর প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন শতকরা ৪২ ভাগ ভোটার। এনবিসি সার্ভে মাঙ্কি এ জরিপ পরিচালনা করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ে দীর্ঘ ভোটযুদ্ধের সবশেষ ক্ষেত্র ছিল ওয়াশিংটন ডিসির প্রাইমারি। সেখানে প্রাইমারি হওয়ার আগেই হিলারি তাঁর দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন।

আবার দলীয় বাছাইপর্বের প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সের সঙ্গে একান্ত বৈঠক করেছেন হিলারি ক্লিনটন। বার্নিও হিলারিকে প্রেসিডন্ট প্রাথী মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এবং হিলারির পক্ষ হয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই মতামত ও প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামাও।সব মিলিয়ে হিলারি শিবির আগামি প্রেসিডন্ট নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন