News71.com
 International
 15 Jun 16, 10:58 AM
 585           
 0
 15 Jun 16, 10:58 AM

সৌদি আরব, পাকিস্তান ও সোমালিয়ান অভিসাবীরা যুক্তরাষ্ট্রের জন্য হুমিক: ডোনাল্ড ট্রাম্প

সৌদি আরব, পাকিস্তান ও সোমালিয়ান অভিসাবীরা যুক্তরাষ্ট্রের জন্য হুমিক: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জন্য সৌদি আরব, পাকিস্তান এবং সোমালিয়ান বংশোদ্ভুত অভিবাসীদের বড় হুমকি বলে মনে করছেন আগামী নির্বাচনে রিপাবলীকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে ফ্লোরিডার সমকামীদের বারে গত রবিবারের হামলাকে ৯/১১ হামলার অনুরূপ উল্লেখ করে ট্রাম্প বলেন, "তারা উদ্বাস্তু স্রোতের সঙ্গে মিশে আমাদের দেশে প্রবেশ করছে এবং আমাদের সন্তানদের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।"

ট্রাম্প আরও বলেন, "হামলাকারী ওমর মতিনের বাবা-মার জন্মস্থান আফগানিস্তান যেখানে ইতিপূর্বে 'যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র' হয়েছে। আবারো মুসলমানদের জন্য অভিবাসন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের কথা পুনরুল্লেখ করে ট্রাম্প বলেন, "আমি নির্বাচিত হলে যেসব এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্য মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসের ইতিহাস রয়েছে, তাদের জন্য অভিবাসন প্রক্রিয়া বন্ধ করবো। অন্তত যতক্ষণ না আমরা বুঝতে পারবো হুমকি শেষ হয়েছে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন