News71.com
 International
 15 Jun 16, 12:40 AM
 564           
 0
 15 Jun 16, 12:40 AM

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের জন্মদিন পালন করল 'হিন্দু সেনা'

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের জন্মদিন পালন করল 'হিন্দু সেনা'

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রার্থনায় হোম-যজ্ঞ করার পর, এবার ধুমধাম করে মুসলিমবিদ্বেষী ট্রাম্পের জন্মদিন পালন করল হিন্দু সেনা। যন্তরমন্তরে কাটা হল ৭ কেজির কেক। দলে দলে মানুষ যাতে ট্রাম্পের বার্থ ডে সেলিব্রেশনে সামিল হন, সেজন্য ছিল আমন্ত্রণও। যন্তরমন্তরে ছিল ভরপুর আয়োজন। বেলুন, অর্কেস্ট্রা, কেক - তৈরি ছিল বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ।

সুদূর আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াই ছেড়ে হাজির বার্থডে বয়-ও। ডোনাল্ড ট্রাম্প। ৭ কেজির কেক কেটে বিশাল পোস্টারে ট্রাম্পকে খাইয়ে দেওয়ার ভঙ্গিতে যখন পোজ দিচ্ছেন হিন্দু সেনার নেতারা, তখন মনে আসতেই পারে নানাবিধ প্রশ্ন এটা কি আমেরিকা না ভারত। বিতর্কিত নানা মন্তব্যের জন্য বিভিন্ন মহলে নিন্দিত ট্রাম্প কীভাবে দেশের রাজধানীতে একদল মানুষের চোখে ঈশ্বরের জায়গায় বসে আছেন?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন