News71.com
 International
 15 Jun 16, 12:24 AM
 586           
 0
 15 Jun 16, 12:24 AM

ভারতের দাবিকৃত এন এস জির সদস্য পদের সরাসরি বিরোধীতা করল চীন

ভারতের দাবিকৃত এন এস জির সদস্য পদের সরাসরি বিরোধীতা করল চীন

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করে চীনের সরকারি মুখপত্র ‘‌গ্লোবাল টাইমস’‌ লিখল উত্তর-সম্পাদকীয়। তাতে বলা হয়েছে, ভারতকে এন এস জি'র সদস্য করা হলে চাপে পড়ে যাবে পাকিস্তান। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। শুধু তাই নয়, এর ফলে চীনের জাতীয় স্বার্থ ‘‌বিপন্ন’‌ হবে। এন এস জি'র সদস্য হতে চেয়ে ভারত দাবি জানানোর পর থেকেই বিরোধিতা করে আসছিল চীন।


এই প্রথম সরকারি মুখপত্রে এই নিয়ে মতামত জানানো হল। তাতে বলা হয়েছে ভারতের পারমাণবিক শক্তি বৃদ্ধি ভালভাবে নেবে না পাকিস্তান। দুই দেশের শক্তির পার্থক্য মেটানোর সব চেষ্টা তারা করবে। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রতিযোগিতা হলে নষ্ট হবে আঞ্চলিক ভারসাম্য। তাই শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে অন্ধভাবে ভারতের পরমাণু উচ্চাকাঙ্খী হওয়া উচিত নয়।


চীন আবার জানিয়েছে পরমাণু প্রসার রোধ চুক্তিতে (‌এন পি টি)‌ সই না করা ভারতকে যেন এন এস জি'র সদস্য করা না হয়। ভারতীয় সংবাদ মাধ্যমকেও দুষেছে বেইজিং। ভারতকে সমর্থনের পেছনে মার্কিনিদের স্বার্থ দেখছে চীন। কারণ ভারত এন এস জি'র সদস্য হলে মার্কিন পরমাণু সংস্থাগুলো বিরাট অঙ্কের পরমাণু চুল্লির সুযোগ পাবে।‌

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন