News71.com
 International
 15 Jun 16, 12:22 AM
 569           
 0
 15 Jun 16, 12:22 AM

ভারতে মহামারি আকার ধারণ করতে পারে ডায়াবেটিস..

ভারতে মহামারি আকার ধারণ করতে পারে ডায়াবেটিস..

নিউজ ডেস্ক: ভারতের স্বাস্থ্য বেশ সঙ্কটে। ২০১৬ সালের গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট অন্তত তাই বলছে। ভারতে যে হারে ওবিসিটি বেড়ে চলেছে, তাতে ভবিষ্যতে রীতিমতো মহামারির আকার নিতে পারে ডায়াবেটিস। ওয়র্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষা অনুযায়ী ভারতে ২০০০ সালে ডায়াবেটিক রোগীর সংখ্যা ছিল ৩ কোটি ২০ লাখ।


সেখানে ২০১৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৩০ লাখে। সমীক্ষা বলছে আগামী ১৫ বছরের মধ্যে এই সংখ্যা বেড়ে হবে ১০ কোটি ১২ লাখে। একটা সময় ছিল যখন ভারতে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত ছিল বহু মানুষ। সেখানে এখন অত্যধিক খাওয়া এবং ওবিসিটি হয়ে দাঁড়াচ্ছে রোগের মূল কারণ।


ফরটিস সি-ডক-এর চেয়ারম্যান ডা. অনুপ মিশ্র-এর মতে পাবলিক হেলথ পলিসির আরও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত অপুষ্টি এবং ওবিসিটি নিয়ন্ত্রণে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন