News71.com
 International
 14 Jun 16, 11:00 PM
 554           
 0
 14 Jun 16, 11:00 PM

তুরস্কে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের পদত্যাগ

তুরস্কে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের পদত্যাগ

নিউজ ডেস্ক: তুরস্কে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হ্যান্সজোয়ের্গ হ্যাবের নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এ ঘটনার মধ্যদিয়ে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের অচলাবস্থা আবারো ফুটে উঠলো। হ্যাবেরের সঙ্গে আরো একজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে তারা পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে চান নি।


নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ’র এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা নিশ্চিত করছি যে, হ্যাবের পদত্যাগ করেছেন তবে এ মুহূর্তে এর ব্যাখ্যা করতে পারছি না।” সিরিয়ায় আশ্রয় নেয়া শরণার্থীদের বিষয়ে তুর্কি সরকারের অব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করার কারণে হ্যাবেরকে মাস খানেক আগে তুর্কি সরকার তলব করেছিল। তারপর ইইউ রাষ্ট্রদূতের পদত্যাগের খবর এল।


এ সম্পর্কে ইইউ’র এক কর্মকর্তা বলেছেন, “ব্যক্তিগত কারণে হ্যাবের পদত্যাগ করেন নি।” তুরস্ক থেকে ইউরোপে শরণার্থী যাওয়া বন্ধ করা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে, শরণার্থীর ঢল থামালে তুরস্ককে বিশেষ কিছু সুবিধা দেয়ার কথা ছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এখন সেসব সুবিধা দিতে তালবাহানা করছে। এ নিয়ে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে টানাপড়েন চলছে। এরসঙ্গে নতুন করে যোগ হয়েছে আর্মেনিয়ার গণহত্যার বিষয়ে জার্মান সংসদে প্রস্তাব পাসের ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন