আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে গত সোমবার রাতে এক পুলিশ ও তার সঙ্গীকে যে হত্যা করা হয়েছে তাকে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ‘প্রশ্নাতীতভাবে একটি সন্ত্রাসী কর্মকান্ড’ বলেছেন।
প্যারিসের উপকণ্ঠ ম্যাগনাভিলায় নিজ বাড়িতে হামলায় ওই পুলিশ ও তার সঙ্গী নিহত হয়। হামলাকারী ইসলামিক স্টেট (আইএস)’র সদস্য বলে দাবি করে। ওলাঁদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘এক সন্ত্রাসী কাপুরুষোচিতভাবে ওই দম্পতিকে হত্যা করেছে।’
তিনি আরো বলেন, ফ্রান্স খুবই ভয়াবহ সন্ত্রাসী হুমকির সম্মুখীন হচ্ছে।