News71.com
 International
 14 Jun 16, 07:26 PM
 646           
 0
 14 Jun 16, 07:26 PM

মানবমুক্তি আর বিপ্লবের প্রতীক আর্নেস্তা চে গুয়েভারার জন্ম দিন আজ

মানবমুক্তি আর বিপ্লবের প্রতীক আর্নেস্তা চে গুয়েভারার জন্ম দিন আজ

আন্তর্জাতিক ডেস্ক: মানব মুক্তি আর বিপ্লবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আর্নেস্তো চে গুয়েভারার নাম। এই পৃথিবীর শোষিত, নিপীড়িত মানুষের মুক্তির চেতনা ও আকাঙ্ক্ষা মানুষের মধ্যে যত দিন থাকবে তত দিন 'চে' এবং তাঁর কর্মপন্থা সবার জন্য অনুসরণীয় হয়ে থাকবে। যুগ পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা হিসেবে চে আজও প্রাতঃস্মরণীয়।

১৯২৮ সালের ১৪ জুন জন্ম নেন চির বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারা। জীবনধারণের সব সুযোগ-সুবিধা হাতের কাছে থাকা সত্ত্বেও বৃহত্তর ভালোবাসা ও শ্রেণি শোষণের হাত থেকে মানুষের মুক্তির জন্য লড়াই করেন আজীবন। কিউবার যুদ্ধের পর বিপ্লবের দীর্ঘজীবীতাকে লক্ষ রেখে চে এগিয়ে যেতে থাকেন বলিভিয়ার বিপ্লবের জন্য।

অন্যদিকে বিপ্লবী চে আর গণমানুষের ক্ষমতায়নের জন্য তাঁর গেরিলা যুদ্ধ আমেরিকাসহ পুঁজিতান্ত্রিক দেশগুলোর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তাই তারা উঠে পড়ে লাগে চে-কে গ্রেপ্তার ও হত্যার জন্য। অবশেষে ১৯৬৭ সালে তাঁকে সিআইএ আহত অবস্থায় আটক ও হত্যা করে। পরদিন চের মৃতদেহ সবার জন্য রেখে দিলেও বিশ্ববাসী আর চের মৃতদেহের সন্ধান পায়নি।

অবশেষে ১৯৯৭ সালে বলিভিয়ার মাটিতেই খুঁজে পাওয়া যায় চের দেহাবশেষ। পরনের জ্যাকেটের পকেটে তামাকের ছোট্ট পুঁটলি থাকলেও একটি হাত কাটা ছিল; যা চের মৃত্যুর পর প্রমাণের জন্য সিআইএ কেটে ফেলে। চের মৃত্যু, দেহাবশেষ ও কাটা হাতের শেষ নিয়েই নির্মিত হয়েছে দ্য হ্যান্ডস অব চে গুয়েভারা তথ্যচিত্রটি। পরিচালক পিটার ডি কক নির্মিত এই চলচিত্রটি মুক্তি পায় ২০০৬ সালের মে মাসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন