আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রথম ইসলামিক এয়ারলাইন্সটির চলাচল নিষিদ্ধ করে দিয়েছে সেদেশের কর্তৃপক্ষ। রায়ানি এয়ার নামের ওই সংস্থাটির বিরুদ্ধে নিয়মকানুন ভঙ্গের অভিযোগ উঠেছে। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ''নিরাপত্তা এবং প্রশাসনিক পর্যালোচনার পর তারা রায়ানি এয়ার নামের সংস্থাটির লাইসেন্স বাতিলের বিষয়টি বিবেচনা করছেন।'' কর্মকর্তারা বলছেন, বিমান চলাচলে যে ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া উচিত, সংস্থাটি তা অনুসরণ করতে পারেনি।
হালাল খাবার, মদ বিহীন আর রক্ষণশীল পোশাকের কর্মীদের নিয়ে গত ডিসেম্বরে বিমান চলাচল কার্যক্রম শুরু করে রায়ানি এয়ার। লংকাউয়ি থেকে কুয়ালালামপুর আর কোটা বেহরু শহরে সংস্থাটির বিমান চলাচল করতো।