News71.com
 International
 14 Jun 16, 12:54 PM
 538           
 0
 14 Jun 16, 12:54 PM

আইএসকেই সবচে বড় হুমকি মনে করে ইউরোপিয়ানরা ।।

আইএসকেই সবচে বড় হুমকি মনে করে ইউরোপিয়ানরা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের অধিবাসীরা জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং শরণার্থী সংকট থেকেও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) বড় হুমকি বলে মনে করেন। গতকাল প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপের ফলাফলে এমন তথ্যই মিলেছে। জরিপে অংশ নেওয়া ইউরোপের ১০টি দেশের মধ্যে ৯টি দেশের নাগরিকেরা আইএসকে সবচে বড় হুমকি বলে মনে করছেন। স্পেনের ৯৩ শতাংশ এবং ফ্রান্সের ৯১ শতাংশ মানুষ সন্ত্রাসী এই গোষ্ঠীটিকে বড় হুমকি বলে মনে করেন ।

গত এপ্রিলেই জরিপটির অধিকাংশ কাজ শেষ হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোয় আইএসের হামলায় ৩২ জন নিহত হওয়ার ১মাস পর এই জরিপটি চালানো হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি নৈশক্লাবে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার ঘটনার একদিন পর জরিপের ফলাফল প্রকাশ করা হলো। এই হামলাটির সঙ্গেও আইএসের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে জঙ্গিগোষ্ঠীটি হামলার দায়ও স্বীকার করেছে।

গত ৭ বছরের অর্থনৈতিক মন্দা কাটিয়ে স্থিতিশীল হওয়ার লক্ষ্যে লড়াইরত গ্রিসই ইউরোপের একমাত্র দেশ, যে দেশটি আইএসকে হুমকির তালিকায় শীর্ষে রাখেনি। গ্রিসের ৯৫ ভাগ মানুষ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে নিজের দেশের জন্য সবচে বড় হুমকি বলে মনে করেন। ১০ দেশের সবগুলোর অধিবাসীরাই জলবায়ু পরিবর্তনকে বড় হুমকি বলে মনে করেন। তবে শরণার্থীদের হুমকির প্রশ্নে দেশগুলোর নাগরিকদের মধ্যে মতপার্থক্য দেখা গেছে ।

পোল্যান্ডের ৭৩ ভাগ অধিবাসী যুদ্ধবিক্ষুব্ধ সিরিয়া ও ইরাক থেকে আসা শরণার্থীদের বড় হুমকি বলে বিবেচনা করেন। একই সংখ্যক মানুষ সবচে বড় হুমকি বলে মনে করেন ইসলামিক স্টেটকে। জার্মানির ৩১ ভাগ এবং সুইডেনের ২৪ ভাগ মানুষ শরণার্থীদের বড় হুমকি বলে মনে করেন। যদিও এই ২ দেশই সবচে বেশি সংখ্যক শরণার্থী গ্রহণ করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন