আন্তর্জাতিক ডেস্কঃ ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নৈশ ক্লাবে বন্দুক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।ভুক্তভোগীদের ঘটনার ভয়াবহতা থেকে পুর্নজ্জীবিত হওয়ার প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে তাঁদের পাশে দাঁড়াবেন প্রেসিডেন্ট ওবামা।
ফার্স্ট সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেছেন, নির্ধারিত নির্বাচনী প্রচারের অনুষ্ঠান বাদ দিয়ে প্রেসিডেন্ট ওবামা অরল্যান্ডো যাচ্ছেন। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে বুধবার তাঁর প্রথম কোন অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল।
শনিবার মধ্য রাতে সমকামীদের নৈশ ক্লাবে আফগান বংশোদ্ভূত মাকির্ন নাগরিক ২৯ বছর বয়সী ওমর মতিন হামলা চালান। তাঁর গুলিতে ৪৯ জন নিহত হন। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। আইএস এ হামলার দায় স্বীকার করে।
তবে সোমবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ঘটনায় আইএসের সরাসরি সম্পৃক্ততার কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন। তিনি বলেন, তদন্তে ওই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে গণ্য করা হচ্ছে। বন্দুকধারী ওমর মতিন হামলার শেষ মুহূর্তে আইএসের প্রতি আনুগত্য ঘোষণা করেন। কিন্তু এর কোনো সুস্পষ্ট প্রমাণ এখন পর্যন্ত মেলেনি যে তিনি সরাসরি আইএস দ্বারা পরিচালিত।
বারাক ওবামা বলেন, ‘এটি অবশ্যই আমাদের নিজ দেশের চরমপন্থার একটি উদাহরণ মাত্র, যা নিয়ে অনেক দিন ধরেই আমরা উদ্বিগ্ন।’