আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। পুলিশের অভিযানের পর ঘটনাস্থল থেকে ওই পুলিশ কর্মকর্তার সহকারী ও হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে প্যারিসের কাছে ম্যাগনাভিল্লে এলাকায় এ ঘটনাটি ঘটে। চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে ।
সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ম্যাগনাভিল্লেতে বাড়ির কাছে ও সাধারণ পোষাকে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করে হামলাকারী। এরপর সে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং নিহত পুলিশ কর্মকর্তার সহকারী ও এক শিশুকে জিম্মি করে। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। এসময় পুলিশ তার সঙ্গে আলোচনা শুরু করলে সে নিজেকে আইএসের সদস্য বলে দাবি করে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে হেনরি ব্রান্ডিট জানান, রাত ৯টায় ফরাসি এলিট পুলিশের একটি ইউনিটটে ডেকে পাঠানো হয়। হামলাকারীর সঙ্গে মধ্যস্থতায় ব্যর্থ হওয়ার পর মধ্যরাতে ওই বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত হয় ।
তিনি জানান, হামলকারীর হাতে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। বাড়ির ভেতরে আমরা এক নারীর লাশ উদ্ধার করেছি। পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। সৌভাগ্যক্রমে আমরা ১ শিশুকে জীবিত উদ্ধার করতে পেরেছি ।