আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে বাংলাদেশকে সহসভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশকে সর্বসম্মতভাবে ৭১তম অধিবেশনের সহসভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের প্রার্থিতার প্রস্তাব করা হয়েছিল। ৭১তম অধিবেশনের সহসভাপতি হিসেবে বাংলাদেশ জাতিসংঘ কার্যক্রমে আরও জোরালো ভূমিকা রাখার অবকাশ পাবে। উল্লেখ্য ৭১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে ফিজি।