News71.com
 International
 13 Jun 16, 11:37 PM
 564           
 0
 13 Jun 16, 11:37 PM

বাংলাদেশে হত্যাকাণ্ড বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশে হত্যাকাণ্ড বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একইসঙ্গে এসব হত্যাকাণ্ডের তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনতে আহ্বান জানায় সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রা’দ আল হুসেইন বলেছেন, ‘বাংলাদেশে মুক্তচিন্তক, উদারমনা, ধর্মীয় সংখ্যালঘু এবং এলজিবিটি অ্যাক্টিভিস্টদের টার্গেট করে নৃশংস হত্যাকান্ডগুলো নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় আমি অত্যন্ত উদ্বিগ্ন।’

আজ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব হত্যাকাণ্‌ড তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার বিষয়টি অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান। এক্ষেত্রে মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ সম্মান বজায় রাখার কথাও উল্লেখ করেন তিনি। জেইদ আরও বলেন, ‘এছাড়াও আমি স্বাধীনতার ওপর এসব হামলার দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে আহ্বান জানাই সকল সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন