আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির মাতিয়ালা এলাকায় একটি রাসয়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও কিছু জানা সম্ভব হয়নি ।
আজ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে। অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ।