News71.com
 International
 13 Jun 16, 08:53 PM
 611           
 0
 13 Jun 16, 08:53 PM

ইউরোকাপ ফুটবল চলাকালে ফ্রান্সে মদ নিষিদ্ধ

ইউরোকাপ ফুটবল চলাকালে ফ্রান্সে মদ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে গত কয়েকদিন ধরেই বেশ কয়েকবার ফ্রান্স পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে ইউরো দেখতে আসা দর্শকদের। তার ওপর রাশিয়া ও ইংল্যান্ড ম্যাচে গ্যালারিতে সমর্থকদের সংঘর্ষের পর এবার টুর্নামেন্ট চলাকালীন আয়োজক শহরগুলোতে মদ পানে নিষেধাজ্ঞা প্রদান করা হল।

ফ্রান্সের মারসেইলে শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত দফায় দফায় রাশিয়া ও ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হয় ৩০ জন। হামলার আগে অধিকাংশ সমর্থকই মাতাল ছিলেন। হামলা চালাকালে তারা পরস্পরের দিকে বিয়ারের ক্যানও ছুড়ে মেরেছিল।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজিনিভ্যু বলেছেন, খেলা শুরুর আগের দিন, খেলার দিন ও যেদিন সমর্থকদের জন্য তাদের প্রবেশ এলাকা খুলে দেওয়া হয় সেদিন সংশ্লিষ্ট এলাকায় মদ বিক্রি, পান ও পরিবহণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন