News71.com
 International
 13 Jun 16, 08:51 PM
 606           
 0
 13 Jun 16, 08:51 PM

লিংকড ইন কিনে নিচ্ছে মাইক্রোসফট......

লিংকড ইন কিনে নিচ্ছে মাইক্রোসফট......

আন্তর্জাতিক ডেস্কঃ পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকড ইন কিনে নিচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। লিংকড ইন কিনতে বিল গেটস প্রতিষ্ঠিত কোম্পানিটিকে ২৬ দশমিক দুই বিলিয়ন ডলার খরচ করতে হবে। প্রযুক্তি দুনিয়ায় একে অন্যতম বৃহৎ লেনদেন হিসেবে দেখা হচ্ছে।

সোমবার বিকালে এই খবর ছড়িয়ে পড়া মাত্র লিংকড ইনের শেয়ার মূল্য ৫০ শতাংশ বেড়ে যায়। তবে এত অর্থ খরচের সিদ্ধান্ত নেয়ায় মাইক্রোসফটের নিজের শেয়ার মূল্য সাড়ে তিন শতাংশ কমে গেছে।

লিংকড ইনের বর্তমান প্রধান নির্বাহী জেফ ওয়েইনার সত্য নাদেল্লার অধীনস্থ হয়ে কাজ করবেন।নাদেল্লা বলেন, পেশাজীবীদের একে অপরের সঙ্গে যুক্ত করতে লিংকড ইন টিম অসাধারণ কাজ করেছে। এখন আমরা একসঙ্গে লিংকড ইন ও অফিস ৩৬৫ কে সামনে এগিয়ে নিয়ে যাবো।

সারা পৃথিবীতে ৪০ কোটি মানুষ লিংকড ইন ব্যবহার করেন। বিশ্বব্যাপী এর ব্যবসা পড়তির দিকে ছিল। মাইক্রোসফট বলছে, লিংকড ইনের ভবিষ্যৎ নিয়ে আমরা আত্মবিশ্বাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন