আন্তর্জাতিক ডেস্ক : ঠিক কী কারণে অরল্যান্ডোর সমকামী ক্লাবে আচমকা গুলিবৃষ্টির ঘটনা, তা নিয়ে এখনও বিভ্রান্তি বহাল রয়েছে। আইন প্রণয়নকারী সংস্থাগুলির কর্তাদের ধারণা, এটা মার্কিন মুলুকে অভ্যন্তরীণ সন্ত্র্রাসবাদের হানাদারি। ক্লাবে হানা দেওয়ার আগে ৯১১-য় ফোন করে হত্যালীলার নায়ক ওমি মতিন নিজেকে ইসলামিক স্টেট গোষ্ঠীর অনুগত বলে জানিয়েছিল। এই উল্লেখ করে এমনটাই দাবি দি নিউইয়র্ক টাইমস-এর।
কিন্তু মতিনের বাবা সিদ্দিক মতিনের ভাষ্য সম্পূর্ণ অন্যরকম। তিনি দাবি করছেন, তাঁর ছেলে অন্য রকম ঘৃণায় চালিত হয়েছে। তিনি বলেছেন, সম্প্রতি মিয়ামিতে দুটি পুরুষকে প্রকাশ্যে চুম্বন করতে দেখে মাথা গরম হয়ে গিয়েছিল অরল্যান্ডোর সমকামী ক্লাবে রাতে চড়াও হয়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়া মতিনের! তিনি এনবিসি-কে জানিয়েছেন, নিজের তিন বছরের ছেলের চোখের সামনে মিয়ামিতে দুটি পুরুষের অমন আচরণে বেজায় খাপ্পা হয়েছিল মতিন। সিদ্দিক বলেছেন, ওরা দুজন পরস্পরকে চুমু খাচ্ছিল, জড়িয়ে ধরছিল। আমার ছেলে বলেছিল, দেখ, আমার ছেলের সামনে এসব করছে ওরা!
নিজ ছেলের সমকামী ক্লাবে হামলার সঙ্গে ধর্মের সংযোগ নেই, দাবি করে ছেলের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, ও কী করতে চলেছে, তার কোনও আঁচই পাইনি আমরা। গোটা দেশের মতো আমরাও হতভম্ব। মার্কিন প্রভাবশালী দৈনিক দি নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, মতিনের বাবা হলেন কট্টর আফগান রাজনৈতিক কর্মী।