News71.com
 International
 13 Jun 16, 02:51 PM
 642           
 0
 13 Jun 16, 02:51 PM

ব্লাকবেরি ছাড়লেন ওবামা ।।

ব্লাকবেরি ছাড়লেন ওবামা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ঢোকার পর থেকেই ব্লাকবেরি ব্যবহার করতেন। তবে আদিকালের ফোনটি পরিবর্তনই করে বর্তমানে তিনি একটি নতুন স্মার্টফোন ব্যবহার করছেন। সম্প্রতি মার্কিন টিভি অনুষ্ঠান ‘টুনাইট শো’তে তিনি এ কথা জানান ।

টিভি শো'তে উপস্থাপক জিম্মি ফ্যালনকে তিনি বলেন, বিরল ব্ল্যাকবেরিটির বদলে এবার তাকে নতুন একটি স্মার্টফোন দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তার ফোনটি এতোটাই লক যে, তিনি কল করা, গান শোনা, ছবি তোলা বা মেসেজ সেন্ডের কোনটাই করা যায় না। ওবামা বলেন, ‘এটা অনেকটা খেলনা ফোনের মতো যা আপনারা ৩ বছরের বাচ্চাকে খেলার জন্য দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন