আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের ফুটবলের প্রশাসক সংস্থা উয়েফা ইংল্যান্ড এবং রাশিয়াকে সতর্ক করে দিয়েছে যে তাদের ফুটবল সমর্থকরা যদি আবার সহিংসতা ঘটায় তাহলে ২টি দেশকেই ইউরো-২০১৬ থেকে বের করে দেয়া হবে । গত কয়েকদিনে ফ্রান্সের মার্সেই শহরে ইংল্যান্ড ও রাশিয়ার সমর্থকরা এই দুদলের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে একাধিক বার মারামরি করেছে। বিশেষ করে গত শনিবার দিবাগত রাতে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচের পরে একদল রুশ সমর্থককে স্টেডিয়ামের ভেতরেই ইংলিশ সমর্থকদের আক্রমণ করতে দেখা যায়। এসব মারামারিতে বহু লোক আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন ।
এর পর রাশিয়ার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেবার কার্যক্রম শুরু করে উয়েফা। তাদের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি, বর্ণবাদী আচরণ, আতসবাজি পোড়ানো ইত্যাদি অভিযোগ আনা হয়। তবে ইংলিশ ফুটবল এসোসিয়েশনের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ নেয়া হয় নি। উয়েফা ফ্রান্সে এই ইউরো ২০১৬ প্রতিযোগিতার আগামি ম্যাচগুলো চলার সময় নিরাপত্তা আরো কঠোর করার অঙ্গীকার করে। এক বিবৃতিতে উয়েফা ২ দলের সমর্থকদের মারামারির ঘটনার কঠোর নিন্দা জানায় ।