News71.com
 International
 13 Jun 16, 11:00 AM
 573           
 0
 13 Jun 16, 11:00 AM

ইতালি সমুদ্র উপকূল থেকে আরও ১২৩০ অভিবাসী উদ্ধার ।।

ইতালি সমুদ্র উপকূল থেকে আরও ১২৩০ অভিবাসী উদ্ধার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির সমুদ্র উপকূল থেকে ১২৩০ অভিবাসীকে উদ্ধার করেছে সে দেশের কোস্ট গার্ডের সদস্যরা। গতকাল দেশটির সিসিলি প্রণালী এবং উত্তর আফ্রিকা সমুদ্র উপকূলে ৯টি পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড থেকে বলা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একটি মৃতদেহ ছিল ।

এনিয়ে গত ৪ দিনে সমুদ্র থেকে ৪ হাজারেও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গত শনিবারও পৃথকভাবে ১১টি অভিযান চালিয়ে ১৩৪৮ অভিবাসীকে উদ্ধার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন