আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলার দায় স্বীকার করছে ইসলামিক স্টেট গোষ্ঠী (আইএস)। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার মধ্যরাতের ওই হামলায় নিহত হয় ৫০ জন। প্রেসিডেন্ট বারাক ওবামা একে সন্ত্রাস ও বিদ্বেষের কাজ বলে আখ্যা দিয়েছেন।
এদিকে, লস এঞ্জেলেসেও সমকামীদের সমাবেশে হামলার এক পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নাইট ক্লাবে হামলার সময় বন্দুকধারী পুলিশকে ফোন করে আইএস'র প্রতি আনুগত্যের কথা বলেছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই।
হামলার কিছু পরেই হোয়াইট হাউজে একটি বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রায় তিন ঘণ্টা পর সেখানে ঢুকে তাকে হত্যা করে পুলিশ।একে সন্ত্রাস ও বিদ্বেষের কাজ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। "বন্দুকধারীর কাছে একটি হ্যান্ডগান এবং একটি অ্যাসল্ট রাইফেল ছিল। এতেই প্রমাণিত হয় কত সহজেই বন্দুকের ব্যবহার করে এখানে স্কুল বা আবাসিক এলাকা বা নাইটক্লাবে হামলা করা যায়।" এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী ২৯ বছর বয়সী বন্দুকধারী তরুণের নাম ওমর মতিন। তার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা-মা আফগান। গত শনিবার মধ্যরাতে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের 'পালস' নামের নাইটক্লাবটিতে ঢুকে গুলি চালায় মতিন। তাতে ৫০ জন নিহত হয় সেখানে। আহতের সংখ্যা তারচেয়ে বেশি।
ডোনাল্ড ট্রাম্প মুসলিম মৌলবাদীদের দায়ী না করায় প্রেসিডেন্ট ওবামার পদত্যাগও দাবি করেছেন। এদিকে, গোয়েন্দা সংস্থা এফবিআই'র উচ্চপদস্থ কর্মকর্তা রন হপার জানিয়েছেন, হামলাকারী ওমর মতিন সম্পর্কে ২০১৩ ও ১৪ সালেও তদন্ত করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বন্দুকধারীর হামলায় এত বেশি হতাহতের ঘটনা এই প্রথম।