News71.com
 International
 13 Jun 16, 01:52 AM
 543           
 0
 13 Jun 16, 01:52 AM

'উড়তা পঞ্জাব' বিতর্কের মাঝেই পঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে হত ২ পাকিস্তানি মাদকপাচারকারী, অস্ত্র ও মাদকসহ আটক ১।

'উড়তা পঞ্জাব' বিতর্কের মাঝেই পঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে হত ২ পাকিস্তানি মাদকপাচারকারী, অস্ত্র ও মাদকসহ আটক ১।

দিল্লী সংবাদদাতা : গত শনিবার মধ্যরাতে পঞ্জাব সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত দুই পাক মাদকপাচারকারী। এঘটনায় সংশ্লিষ্ট আরও একজনকে গ্রেফতার করেছে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী-বিএসএফ । পঞ্জাবে মাদকপাচার ও পাচারকারীদের বাড়বাড়ন্ত নিয়ে তৈরি হয়েছে অভিষেক চৌবে পরিচালিত ছবি ‘উড়তা পঞ্জাব’। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি নিয়ে এইমুহূর্তে বিতর্ক তুঙ্গে।

সিনেমাটি দর্শকের জন্য উন্মুক্ত হওয়ার আগেই বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এবার সেই বিতর্কের মাঝেই ভারতের পাকিস্তানের অন্যতম এই সীমান্ত রাজ্যের ফজিলকা জেলায় আজ বিএসএফ-এর জালে আটকে পড়ে এই পাক মাদকপাচারকারীর দলটি।

বিএসএফ আধিকারিক সূত্রে জানাগেছে , গত শনিবার দিনগত রাত প্রায় দুটো নাগাদ, ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত এলাকা সোহানা বর্ডার পোস্টের কাছে কিছু লোকের সন্দেহজনক গতিবিধি বিএসএফ জওয়ানদের নজরে আসে । পাচারকারী সন্দেহে তক্ষুনি গুলি চালায় বিএসএফ জওয়ানরা। সংঘর্ষে দুই পাক মাদক পাচারকারীর মৃত্যু হয়, আহত এক। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

বিএসএফ সূত্রে দাবি, পাচারকারীদের থেকে তাঁরা ১৫ প্যাকেট মাদক ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন