আন্তর্জাতিক ডেস্ক: ১৯১২'র ১৫ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে অতলান্তিক সাগরের বুক চিরে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছিল তত্কালীন বিশ্বের সেরা বিলাসবহুল জাহাজ টাইটানিক। সে যাত্রা মাঝপথেই থেমে গিয়েছিল এক হিমশৈলের ধাক্কায়। ১৫০০ যাত্রী নিয়ে সলিল সমাধি হয় টাইটানিকের।
এ তথ্য আমরা সবাই জানি। কিন্তু বিজ্ঞানীরা টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে আরও অন্য কারণ ব্যাখ্যা করেছেন। কী সেই কারণ? এখনো তা অপ্রকাশিত ।