আন্তর্জাতিক ডেস্কঃ আসামে কলেজে প্রথম বর্ষে পড়াশোনা ফ্রি। তবে সবার জন্য নয়। যে সব পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ১ লাখ টাকার কম, তাঁদের জন্য এই মহৎ উদ্যোগ। গরিব ঘরের পড়ুয়াদের ফ্রিতে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ার সুযোগ মিলবে আসামে ।
চলতি বছর থেকেই এই পরিষেবা ছাত্ররা পাবেন বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, গরিব ছাত্র যাঁরা এবার প্লাস টুয়েলভের পর কলেজে ভর্তি হবেন, তাঁদের থেকে কোনও কলেজই কোনওরকম ফি নেবে না। তবে সেক্ষেত্রে গরিব পড়ুয়াদের থেকে আয়ের শংসাপত্র নেবে কলেজ কর্তৃপক্ষ। এই ধরনের উদ্যোগ ভারতে প্রথম নিল আসাম সরকার। জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা ।