আন্তর্জাতিক ডেস্কঃ রাস্তা থেকে অপহরণের পর আবারো চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটেছে দিল্লিতে। ২৩ বছর বয়সী সেই ধর্ষিত নারীর অভিযোগে মামলা গ্রহণ করেছে দিল্লি পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, হজরত নিজামুদ্দিন স্টেশন এলাকায় ৩ জন লোক এসে নারীটিকে তাদের গাড়িতে উঠতে বলে। কিন্তু নারীটি এতে রাজি না হওয়ায় তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর প্রায় দুই ঘণ্টা চলন্ত গাড়িতে ধর্ষণ করে তাকে ইন্দ্রপ্রস্ত পার্ক এলাকায় ফেলে রেখে যায়। সেখান থেকে এই নারী পুলিশের সহায়তায় উদ্ধার পেয়ে হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এদিকে এই ঘটনায় মামলা গ্রহণের পর ধর্ষণকারীদের খোঁজ চলছে বলে জানায় দিল্লি পুলিশ। এ ঘটনায় দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।