News71.com
 International
 12 Jun 16, 06:22 PM
 583           
 0
 12 Jun 16, 06:22 PM

মেয়ের হাইস্কুলের অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে নয়, শুধুই বাবা হিসেবে যোগ দিলেন মার্কিন প্রেসিডন্ট ওবামা ।।

মেয়ের হাইস্কুলের অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে নয়, শুধুই বাবা হিসেবে যোগ দিলেন মার্কিন প্রেসিডন্ট ওবামা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া ওবামা। সম্প্রতি মালিয়ার হাইস্কুলের গ্রাজুয়েশনে যোগ দিতে যান ওবামা। তবে সেখানে তিনি প্রবল পরাক্রমশালী প্রেসিডেন্ট হিসেবে কিংবা মার্কিন ‘কমান্ডার ইন চিফ’ হিসেবে নয়, বরং একজন বাবা হিসেবেই অংশ নেন। এক প্রতিবেদনে এ বিষয়টি প্রকাশ করেছে ।

ওয়াশিংটনের সাইডওয়েল ফ্রেন্ডস স্কুলে পড়ে ওবামা দম্পতির কন্যা। সেখানে তার মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সে সময় তারা মার্কিন রাষ্ট্রপতিকে একটি বক্তব্য দেওয়ারও অনুরোধ করে। ওবামা অবশ্য তার মেয়ের সে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। তবে জানিয়ে দেন, সেখানে তিনি রাষ্ট্রপতি হিসেবে যাবেন না। তিনি যাবেন তার মেয়ের বাবা হিসেবে। আর তাই সেখানে তিনি কোনো বক্তব্য দেবেন না। বড় মেয়ের সাফল্যে তিনি কেঁদেও ফেলতে পারেন বলে জানান। তিনি বলেন, আমি গাঢ় রঙের চশমা পড়ব। আমি কাঁদব। অনুষ্ঠানে ওবামা ও মিশেল ওবামা সত্যিই যোগ দেন। তবে তার কথামত গত শুক্রবার গাঢ় রঙের চশমা পড়ে স্কুলের সে অনুষ্ঠানে হাজির হন ওবামা। এ সময় তিনি সত্যিই কেঁদে ফেলেছিলেন কি না, তা গাঢ় রঙের চশমার কারণে বোঝা যায়নি। অনুষ্ঠানে বারাক ওবামা ও তার স্ত্রী যোগ দেন তাদের মেয়ের অভিভাবক হিসেবে। এখানে অন্যান্য শিক্ষার্থীদেরও বাবা-মা কিংবা পরিবারের সদস্য ও বন্ধুরা যোগ দেন ।

সম্প্রতি মেয়ে বড় হয়ে যাচ্ছে বলে প্রায়ই আক্ষেপ করতে দেখা গেছে বারাক ওবামা ও তার স্ত্রীকে। মালিয়া আগামী মাসে ১৮ বছরে পা দেবে। তার কিছুদিনের মধ্যেই তাদের বড় মেয়ে মালিয়া হারভার্ড ইউনিভার্সিটিতে পড়তে যাবে। অবশ্য তার আগে সে এক বছর স্টাডি গ্যাপ নিতে পারে বলে জানা গেছে। মেয়ের গ্রাজুয়েশনের অনুষ্ঠানে গিয়ে ওবামা দম্পতি অন্য মানুষের মতোই সাধারণ বেশে ছিলেন। এ সময় প্রেসিডেন্ট কিংবা ফার্স্ট লেডি হিসেবে তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা রাখেনি স্কুল কর্তৃপক্ষ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন