News71.com
 International
 12 Jun 16, 04:57 PM
 547           
 0
 12 Jun 16, 04:57 PM

সিরিয়ার মাজারে আবারও বোমা হামলা, নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে...

সিরিয়ার মাজারে আবারও বোমা হামলা, নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে...

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়েদা জয়নব মাজারে পৃথক দু’টি বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ এ। গত শনিবার (১১ জুন) শিয়া মাজারটিতে হামলা চালানো হয়। ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

সিরিয়ার একটি পর্যবেক্ষণ সংস্থা নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। ওই মাজারে এর আগেও বহুবার হামলা চালিয়েছে আইএস নামক এই সংগঠন। এতে বহু হতাহতের সংখ্যাও রয়েছে।

এর পূর্বে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল ওই হামলায় কমপক্ষে ৮ জনের প্রাণ গিয়েছে। তবে দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনই বেসামরিক নাগরিক।

তবে ওই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মানবাধিকার সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে।

এদিকে আইএসের দাবী তাদের দুই আত্মঘাতী যোদ্ধা নিজেদের বোমা মেরে উড়িয়ে দিয়েছে। ওই মাজারটি দামেস্কের কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

চলতি বছরের শুরুর দিকে ইসলামিক স্টেট (আইএস) ওই মাজারে দু’বার হামলা চালিয়ে দেড় শতাধিক মানুষকে হত্যা করে।

এক আত্মঘাতী বিস্ফোরক বেল্ট পরে মাজারের প্রবেশদ্বারে প্রথম হামলা চালায়। এরপর ওই মাজারের কাছেই আলতিন সড়কে আরো একটি গাড়িবোমা হামলা চালায় এই সংগঠন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন