News71.com
 International
 12 Jun 16, 04:37 PM
 610           
 0
 12 Jun 16, 04:37 PM

বিশ্বখ্যাত পর্যটক মার্কো পোলোর দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে সুন্দরতম স্থান....

বিশ্বখ্যাত পর্যটক মার্কো পোলোর দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে সুন্দরতম স্থান....

নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত পরিব্রাজক মার্কো পোলো। তিনি ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। বিশ্বের নানা স্থান ভ্রমণ করে সবচেয়ে আকর্ষণীয় বলে যে জায়গার কথা তিনি বলেছেন, তার অবস্থান বর্তমান চীনে। ১৩ শতকে কুবলাই খানের নাতি চেঙ্গিস খান চীন বিজয় করেন। এরপর বেইজিং থেকে সম্পূর্ণ চীনকে শাসন করেন তিনি। মঙ্গোলিয়ানরা চীন দখলের পর সে দেশটিকে চীনা নামেই নামকরণ করেন- ইউয়ান।

এরপর একটি স্থানকে তার মধ্যে সবচেয়ে সুন্দর হিসেবে গড়ে তোলেন। সে স্থানের কথাই জানিয়ে গিয়েছেন মার্কো পোলো। এ স্থানকে তিনি সবচেয়ে অসাধারণ স্থান হিসেবে বর্ণনা করেছেন। অসাধারণ সে স্থানের ভবনগুলোর ছাদ ছিল সিঁদুর, হলুদ, সবুজ ও নীল রঙের। এছাড়া সেখানে একটি ডাইনিং হল ছিল যার ধারণক্ষমতা ছিল ছয় হাজার মানুষের।

চীনের ইম্পেরিয়াল প্যালেসের সবচেয়ে ভালো বর্ণনা পাওয়া যায় মার্কো পোলোর লেখা থেকেই। এ স্থানটি অবশ্য চীনের ইউয়ান শাসনকালের অবসানে ক্রমে বিস্তৃত হয়ে যায়। তবে চীনের এ অসাধারণ স্থানটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এ শহরটি মিং ও কুইং শাসনকালে চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ছিল।

প্রত্নতত্ত্ববিদরা সম্প্রতি ১০ ফুট পুরু দেয়ালযুক্ত ভবনের ধ্বংসাবশেষ পেয়েছেন। এতে বহু মিং ও কুইং শাসনকালের নিদর্শনও পাওয়া গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন