News71.com
 International
 12 Jun 16, 11:53 AM
 549           
 0
 12 Jun 16, 11:53 AM

কিম ইয়ো জংয়ের রাজকীয় স্বয়ম্বরে যোগ দিতে মাত্র তিনটি গুণাবলি দরকার....

কিম ইয়ো জংয়ের রাজকীয় স্বয়ম্বরে যোগ দিতে মাত্র তিনটি গুণাবলি দরকার....

আন্তর্জাতিক ডেস্ক: তিনি যখন কিম জং উন, উত্তর কোরিয়ার প্রবল পরাক্রমী একনায়ক, নিজের বোনের বিয়েটিও যে আর পাঁচটি বিয়ের মতো সাদামাটা ভাবে দেবেন না, তা না বললেও চলে। বোনের বিয়ে দিতেও, এবার স্বয়ম্বর সভা ডাকলেন এই একনায়ক। চাইলে যে কোনো পুরুষই যে এই স্বয়ম্বরে যোগ দিতে পারবেন, তা মোটেও নয়। এ জন্য কিছু শর্তও আরোপ করেছেন কিম জং উন। সেইসব শর্ত পূরণ হলে, তবেই যোগ দেওয়া যাবে কিম ভগিনী কিম ইয়ো জংয়ের এই রাজকীয় স্বয়ম্বরে।

জানা গেছে, ব্রিটেনের জনপ্রিয় একটি ডেটিং গেম শো'র আদলেই হবে এই স্বয়ম্বর, অর্থাত্‍‌ ম্যাচমেকিং কনটেস্টটি। ব্রিটেনের জনপ্রিয় ডেটিং গেম শো'য়ে দেখা যায়, একজন সুপাত্রের জন্য ৩০ জন পাত্রীর সুস্থ লড়াই। এখানে ৩০ জন পাত্রের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে তাঁর ছোট বোনের জন্য।

এই স্বয়ম্বরে যোগদানের জন্য কিম যে তিন শর্ত দিয়েছেন, তাহলো :

১. পাত্রকে অবশ্যই ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হতে হবে। ২. উচ্চতা হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি। ৩. অবশ্যই সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

কিম জং উন যদি হন উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, কিমের বোন কিম ইয়ো জং- ও কম নয়। ২০১৪-য় ১২৯ সদস্যের ওয়ার্কার পার্টিতে যোগ দেওয়ার পর কিম ইয়ো উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশালী নারী। দাদা কিম জং যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সে সময় তিনিই দাদার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে অম্লান বদনে তুলে নিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন