আন্তর্জাতিক ডেস্ক: অপহরণের পর ৩৬ ঘণ্টা পার হলেও এখন ও উদ্ধার করতে পারেনি কলকাতার মেয়ে জুডিথ ডি’সুজাকে। আফগান প্রশাসন সব রকমের প্রচেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। আফগান পুলিশ এবং গোয়েন্দারা মনে করছেন, তালেবান বা অন্য কোনো জঙ্গিগোষ্ঠী জুডিথকে অপহরণ করেনি। এর পিছনে সম্ভবত অন্য কোনো দুষ্কৃতকারী দলের হাত রয়েছে।
কাবুলের আশপাশের এলাকায় এমন বেশ কয়েকটি সংগঠিত দুষ্কৃতকারী দল সক্রিয়, যারা বিদেশিদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। জুডিথ ডি’সুজা তাদের কবজাতেই রয়েছেন বলে স্থানীয় প্রশাসনের সন্দেহ।
স্থানীয়ার জানান, জুডিথের অপহরণকারীরা পশতু ভাষায় কথা বলছিল। তাদের কথাবার্তায় শোমালি অঞ্চলের টান ছিল। শোমালি হলো আফগানিস্তানের সেই অঞ্চল, যাকে একসময় সে দেশের সবচেয়ে উর্বর এলাকা বলা হতো। সেখানেই মাথাচাড়া দিয়েছিল বেশ কয়েকটি মাফিয়া গোষ্ঠী। আফগানিস্তানের পুনর্গঠনের কাজে অংশ নিতে যে বিদেশি নাগরিকরা সে দেশে কর্মরত, তাঁদের অপহরণ করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছিল শোমালি এলাকার মাফিয়ারা। বিত্তশালী আফগান নাগরিকদেরও তারা অপহরণ করত।
হাবিব ইসতালিত এবং রইস খুদাইদাদ নামে দুই মাফিয়া গোষ্ঠী ২০১৪ সাল পর্যন্তও ওই এলাকার ত্রাস ছিল। ২০১৪ থেকে আফগান প্রশাসন এই মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামে। গত বছর দুজনকে অপহরণ করা হয়। তারপর থেকে অপহরণ, খুন, লুটতরাজের ঘটনা কমে গিয়েছিল। কিন্তু গত কয়েক মাসে কাবুলের আশপাশের এলাকায় সে সব আবার বাড়তে শুরু করে। কাবুলের তৈমানি এলাকায় থাকতেন কলকাতার মেয়ে জুডিথ। তার কাছেই কালা-এ-ফাতুল্লা রোড থেকে তাঁকে অপহরণ করা হয়। ভারতীয় দূতাবাস সতর্কবার্তা জারি করেছে। আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের সতর্ক করে বলা হয়, এদেশে খুন এবং অপহরণের ঝুঁকি বেড়ে গিয়েছে।