News71.com
 International
 12 Jun 16, 01:45 AM
 1019           
 0
 12 Jun 16, 01:45 AM

৯০ বছরে পা দিলেন কমনওয়েলথ প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ....

৯০ বছরে পা দিলেন কমনওয়েলথ প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ....

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন সেন্ট্রাল লন্ডনে বর্ণিল প্যারেডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে শনিবার ‘হর্স গার্ড প্যারেডের’ বার্ষিক ইভেন্টে ১৬ শ’রও বেশি সৈন্য এবং ৩ শ ঘোড়া অংশ নেয়।


জন্মদিনের অনুষ্ঠানে একটি উজ্জ্বল সবুজ কোট এবং তার সঙ্গে মিলিয়ে চেরি রঙের রঙ্গিন ফুল দেওয়া একটি সুসজ্জিত টুপি পরে রানি আসেন। বাকিংহাম প্যালেস থেকে ঘোড়ার গাড়িতে করে রানি যখন বেরিয়ে আসেন তখন তিনি আশপাশে লোকদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।


রানি এলিজাবেথের প্রকৃত জন্মদিন অবশ্য ২১ এপ্রিল। কিন্তু ব্রিটেনের প্রথা অনুযায়ী রাজপরিবারের অনেক সদস্যেরই রয়েছে দুটি করে জন্মদিন। প্রকৃত একটি জন্মদিনের পাশাপাশি পালন করা হয় পৃথক একটি আনুষ্ঠানিক জন্মদিন। সে হিসাবে এর আগে ৯০ বছর পূর্ণ হলেও এটা হচ্ছে তার আনুষ্ঠানিক জন্মদিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন