News71.com
 International
 11 Jun 16, 06:16 PM
 602           
 0
 11 Jun 16, 06:16 PM

সিরিয়ার অবরুদ্ধ অঞ্চলে খাদ্য সহায়তা আসার পরই বোমা হামলা.......

সিরিয়ার অবরুদ্ধ অঞ্চলে খাদ্য সহায়তা আসার পরই বোমা হামলা.......

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দামেস্কের একটি অঞ্চলে খাদ্য সহায়তা আসার কিছুক্ষণ পরই আসাদ বাহিনী ব্যারেল বোমা নিক্ষেপ করে। ওই অঞ্চলে চলমান গৃহযুদ্ধের দীর্ঘ ৪ বছরে এবারই প্রথম খাদ্য সহায়তা পৌঁছাল।জানাগেছে শুক্রবার আরব রেড ক্রিসেন্ট ও জাতিসংঘের সহায়তায় খাদ্যসামগ্রী পৌঁছানো হয়। স্থানীয় বাসিন্দারা জানান, অন্তত ২৮টি ব্যারেল বোমা, ক্রুড এবং আনগাইডেড বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করা হয়েছে সেখানে। এ সকল বোমা হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হয়।

বৃহস্পতিবার সিরিয়ার সরকারের পক্ষ থেকে ১৯টি অবরুদ্ধ অঞ্চলের মধ্যে ১৫টিতে জাতিসংঘকে খাদ্য সহায়তার অনুমতি দেওয়া হয়। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া পর্যবেক্ষক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অব্যাহত বোমা হামলার জন্য দারায়াতে খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।

২০১২ সালের নভেম্বর থেকেই দারায়া অবরুদ্ধ অবস্থায় আছে। সিরিয়ায় গৃহযুদ্ধে সবচেয়ে বেশি বোমাবর্ষণের শিকার হয়েছে দারায়া। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-মার্ক আইরাওল্ট ব্যারেল বোমা নিক্ষেপের ক্ষোভ নিন্দা প্রকাশ করেছেন।

জাতিসংঘের হিসেব মতে সিরিয়াতে এখন প্রায় ৫৯২৭০০ জন মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪৫২৭০০ জন মানুষ সরকারি বাহিনী কর্তৃক অবরুদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন