News71.com
 International
 11 Jun 16, 06:11 PM
 519           
 0
 11 Jun 16, 06:11 PM

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প হিলারির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে.....

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প হিলারির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে.....

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে হিলারি ও ট্রাম্পের মধ্যে। প্রেসিডেন্ট হিসেবে মার্কিনিরা কাকে বেছে নেবেন সে বিষয়ে এরই মধ্যে শুরু হয়েছে জরিপ। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস জরিপে ডোনাল্ড ট্রাম্পকে শতকরা ১১ ভাগ ভোট পেছনে ফেলেছেন হিলারি ক্লিনটন।

জরিপটি প্রকাশিত হয়েছে গতকাল শুক্রবার। অনলাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে দেখা যায় হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন শতকরা ৪৬ ভাগ ভোটার। ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছেন শতকরা ৩৪.৮ ভাগ ভোটার। বাকি ১৯.২ ভাগ ভোটার দুজনের কাউকেই সমর্থন করেননি। মে মাসে দলের সব প্রার্থী মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ানোর পর ৬৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের 'গৃহীত মনোনীত' হিসেবে আবির্ভূত হন। আর মঙ্গলবার ডেমোক্রেটদের ছয়টি রাজ্যে প্রাইমারি নির্বাচন হয়। সেখানে ৭৪ বছর বয়সী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে চারটি রাজ্যে পরাজিত করেন হিলারি ক্লিনটন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সি। এর মধ্য দিয়ে এখন ২৭৮০টি ডেলিগেটের মালিক হিলারি।

সঙ্গে তাঁকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ম্যাচাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও দলের গুরুত্বপূর্ন সকল নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন