News71.com
 International
 11 Jun 16, 06:09 PM
 592           
 0
 11 Jun 16, 06:09 PM

মালয়েশিয়ান শিশুদের যৌন হয়রানির অভিযোগে এক ব্রিটিশ নাগরিকের ২২ বছর জেল

মালয়েশিয়ান শিশুদের যৌন হয়রানির অভিযোগে এক ব্রিটিশ নাগরিকের ২২ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অনেক শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণকারী ব্রিটিশ নাগরিক রিচার্ড হাকলেকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত৷ ৩০ বছর বয়সি হাকলেকে সোমবার এই শাস্তির আদেশ দেন আদালত৷ শাস্তি কার্যকর হবে গ্রেপ্তারের দিন থেকে৷

এই আদেশের পর মালয়েশিয়ার সমালোচনা এখন তুঙ্গে এই নিয়ে যে, প্যারোলে যদি হাকলে মুক্তি পায় তবে আরো অনেক শিশুর জীবন হুমকির মুখে পড়বে৷ তারা সবাই বলছে, এই শাস্তি নিতান্তই কম হয়েছে তার জন্য৷ উচিত ছিল তাকে খোজা করে দেয়া বা মৃত্যুদণ্ড দেয়া৷

মালয়েশিয়ার শীর্ষ একটি দৈনিক পত্রিকা বলা হয়েছে, ১৯১ শিশু যার লালসার শিকার, ২৪ বছর পরেই সে বেরিয়ে এসে ঠিক একই কাজ করবে৷ আর একটি পত্রিকা বলছে ১,০০০ বছরের কারাদণ্ডও তার জন্য যথেষ্ট নয়৷

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শিক্ষার্থী ও আলোকচিত্রী হিসেবে কাজ করা হাকলে শিশুদের ছবি তুলতো৷ এ কাজ করার সময় বিভিন্ন কৌশলে ৭১ জন শিশুকে নির্যাতনের ঘটনার সত্যতা স্বীকার করেছে সে৷ ২০১৪ সালে ইংল্যান্ডে বড়দিন উদযাপন শেষে মালয়েশিয়া ফেরার সময় লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় হাকলেকে।

পুলিশ হাকলের ল্যাপটপ এবং ক্যামেরায় ২০,০০০ স্থির চিত্র খুঁজে পায়, যেখানে শিশুদের যৌন হয়রানি ও ধর্ষণের ছবি রয়েছে৷ সেখানে ১৯১ জন শিশুর ছবি পাওয়া গেছে৷ মালয়েশিয়ার শিশু অধিকার কর্মী শর্মিলা শেকারান এ রায় নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তবে এই ঘটনায় মালয়েশিয়ার শিশু প্রতিরোধ আইন নিয়েও প্রশ্ন উঠেছে৷

এদিকে হাকলের এই রায়ের বিরুদ্ধে মালয়েশিয়ার নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর শাস্তির দাবি তুলেছেন৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন