News71.com
 International
 11 Jun 16, 12:15 PM
 581           
 0
 11 Jun 16, 12:15 PM

ডিজনির কল্পনারাজ্যে নতুন বিলাসবহুল হোটেল

ডিজনির কল্পনারাজ্যে নতুন বিলাসবহুল হোটেল

আন্তর্জাতিক ডেস্ক: ডিজনির হর্তাকর্তারা তাদের শহরে নতুন কিছু বানানোর পরিকল্পনা করছেন। ক্যালিফোর্নিয়ায় ডিজনির শহর অ্যানাহেইমে গড়ে উঠবে নতুন বিলাসবহুল হোটেল। এ প্রস্তাবের মাধ্যমে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়েস্ট কোস্ট ডিজনি হোটেল তৈরি হবে। পরিকল্পনায় রয়েছে ৭০০ কামড়ার ৪টি ডায়মন্ড-হোটেল। আছে বিলাসিতায় ভরপুর নানা সেবা। দুটো পুল, একটি ফিটনেস সেন্টার, কর্মী সেবা এবং ছোটদেল খেলার স্থান। মেহমানরা হোটেলের ছাদের রেস্টুরেন্ট খেতে পারবেন। সেখান থেকে রাতের কল্পরাজ্যের সৌন্দর্য ও আতশবাজি দেখা যাবে।

শুনা যাচ্ছে, এখানে থাকার খরচ পড়বে ৪৫০ ডলার। ওয়াল্ট ডিজনির নিজস্ব প্রকৌশলীরা এই রূপকথার রাজ্যের হোটেলা ও এর আশপাশের এলাকার ডিজাইন করবেন। এমনটাই জানিয়েছেন ডিজনিল্যান্ডের কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, ২০১৮ থেকে ২০১৯-এর মধ্যে হোটেলগুলোর কাজ যথেষ্ট এগিয়ে যাবে। 'স্টার ওয়ারস' ছবির শুটিং যেখানে হয়েছিল সেখনকার ১৪ একজন জায়গায় মাথা উঁচু করবে এগুলো। আগামী বছরই এখানকার কনভেনশনে দেখানো হবে সিনেমাটি।

আর তখন এ হোটেলগুলো ভিন্ন আমেজ তৈরি করবে বলে মনে করছেন অ্যানাহেইমের কাউন্সিলওম্যান লুসিলি ক্রিং। বর্তমানে ডিজনিল্যান্ড হোটেল এবং ডিজনি গ্রান্ড ক্যালফোর্নিয়ান হোটেল অ্যান্ড স্পা এ সাম্রাজ্যের দুটো স্থাপনা। এগুলো সবই শহরের ডায়মন্ড-রেটিং হোটেলের মান ধারণ করে। ইতিমধ্যে এ পরিকল্পনা গ্রহণ করে শহর কর্তৃপক্ষ।২০১৮ সালে কাজ শুরু হবে আর ২০২১ সালের মধ্যে উদ্বোধন হতে পারে বলে প্রাথমিকভাবে জানায় ডিজনি কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন