News71.com
 International
 11 Jun 16, 02:11 AM
 578           
 0
 11 Jun 16, 02:11 AM

ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলা ।।আইএস প্রধান বাগদাদি আহত

ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলা ।।আইএস প্রধান বাগদাদি আহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি। গতকাল ইরাকের শিয়া রাজনীতিকদের ঘনিষ্ঠ চ্যানেল আল সুমারিয়া স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ দাবি করে ।

খবরে বলা হয়, সিরিয়া সীমান্ত সংলগ্ন ইরাকের নিনেভেহ এলাকায় বেশ কয়েকজন জঙ্গি নেতার সঙ্গে নিজের কনভয়ে যাচ্ছিলেন বাগদাদি। এ সময় যৌথ বাহিনীর বিমান হামলায় তিনি আহত হন। এছাড়াও বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নেতাও আহত-নিহত হয়েছেন এই বিমান হামলায়। তবে যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তাদের কেউই বাগদাদি আহত হওয়ার খবর নিশ্চিত করতে পারে নাই ।

আজ বার্তা সংস্থা রয়টার্সকে এক ইমেইল যৌথ বাহিনীর মুখপাত্র ক্রিস গার্ভার জানান, এই মুহূর্তে বাগদাদির আহত হওয়ার মতো কোনো নিশ্চিত খবর নাই। উত্তর ইরাকের কুর্দি ও আরব নিরাপত্তা কর্মকর্তারাও এ ধরণের খবর নিশ্চিত করতে পারেননি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন