আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি। গতকাল ইরাকের শিয়া রাজনীতিকদের ঘনিষ্ঠ চ্যানেল আল সুমারিয়া স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ দাবি করে ।
খবরে বলা হয়, সিরিয়া সীমান্ত সংলগ্ন ইরাকের নিনেভেহ এলাকায় বেশ কয়েকজন জঙ্গি নেতার সঙ্গে নিজের কনভয়ে যাচ্ছিলেন বাগদাদি। এ সময় যৌথ বাহিনীর বিমান হামলায় তিনি আহত হন। এছাড়াও বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নেতাও আহত-নিহত হয়েছেন এই বিমান হামলায়। তবে যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তাদের কেউই বাগদাদি আহত হওয়ার খবর নিশ্চিত করতে পারে নাই ।
আজ বার্তা সংস্থা রয়টার্সকে এক ইমেইল যৌথ বাহিনীর মুখপাত্র ক্রিস গার্ভার জানান, এই মুহূর্তে বাগদাদির আহত হওয়ার মতো কোনো নিশ্চিত খবর নাই। উত্তর ইরাকের কুর্দি ও আরব নিরাপত্তা কর্মকর্তারাও এ ধরণের খবর নিশ্চিত করতে পারেননি ।