News71.com
 International
 11 Jun 16, 01:53 AM
 1242           
 0
 11 Jun 16, 01:53 AM

ভারতের অ্যান্টি-মিসাইল নিয়ে গভীর উদ্বিগ্ন পাকিস্তান ।।

ভারতের অ্যান্টি-মিসাইল নিয়ে গভীর উদ্বিগ্ন পাকিস্তান ।।

আন্তর্জাতিক ডেস্ক : নিজের দেশে তৈরি অ্যান্টি-মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ঘটনাটা ১৫ মে-র। ওড়িশা উপকূল থেকে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে সে দিন। ভারতর যে এখন স্বয়ংক্রিয় ভাবেই ক্ষেপণাস্ত্র হানা প্রতিরোধ করতে সক্ষম, তা ভারতের এই ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর প্রমাণ করেছে।

স্বাভাবিক ভাবেই ডিআরডিও উচ্ছ্বসিত, প্রতিরক্ষা মন্ত্রক উচ্ছ্বসিত, সাধারণ ভারতবাসীও উচ্ছ্বসিত। ভারতের এই উচ্ছ্বাস কিন্তু উদ্বেগ বাডিয়ে দিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানের । এ যেন কারও পৌষ মাস আর কারও সর্বনাশ অবস্হা ।

অ্যান্টি-মিসাইল সিস্টেম পাকিস্তান এখনও তৈরি করতে পারেনি। সেই কারণেই পাকিস্তানের সাংসদদের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিযোগিতায় ভারতের এই অ্যান্টি-মিসাইল সিস্টেম দু’দেশের মধ্যে শক্তির ভারসাম্য নষ্ট করেছে বলে তাঁদের মত।

পাকিস্তানের সরকারের তরফেও সেই মন্তব্যই করা হয়েছে। ভারত, পাকিস্তান দু’দেশের হাতেই পরমাণু বোমা রয়েছে। ভারতীয় ক্ষেপণাস্ত্র যত দূরে আঘাত হানতে পারে, যদিও পাক ক্ষেপণাস্ত্রের পাল্লা তত নয়। কিন্তু ভারতের অধিকাংশ শহরই পাক ক্ষেপণাস্ত্রগুলির আওতায় রয়েছে। এই সব কারণে পাকিস্তান নিজে নিজে মনে করত, ভারতের সঙ্গে সামরিক শক্তির ভারসাম্য বজায় রাখা সম্ভব হচ্ছে। কিন্তু ভারতের নতুন অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিস্থিতি বেশ খানিকটা বদলে দিয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রতিবেশী দুই বিবদমান পক্ষের এক জনের হাতে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল থাকা এবং অন্য জনের হাতে না থাকার তাৎপর্য অবশ্যই সুদূরপ্রসারী। দু’পক্ষের হাতেই ক্ষেপণাস্ত্র থাকার অর্থ হল, সঙ্ঘাতের পরিস্থিতিতে দু’পক্ষই পরস্পরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে।

কিন্তু সেই ক্ষেপণাস্ত্রকে লক্ষবস্তুতে আঘাত হানার আগেই রোখার ব্যবস্থা যদি শুধু এক পক্ষের হাতে থাকে, তাহলে শক্তির ভারসাম্যে অভাব হয়ে যায়। এর অর্থ হল, এক পক্ষের অস্ত্র অন্যের ভূখণ্ডে আঘাত হানতে পারবে। কিন্তু অন্য পক্ষের অস্ত্র লক্ষ্যে পৌঁছনোর আগেই আটকে যাবে। ওয়াকিবহাল মহল বলছে, তেমন কোনও পরিস্থিতির কথা কল্পনা করেই পাকিস্তানের সাংসদদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতের এই আধিপত্য নিয়ে পাকিস্তান এতটাই বিচলিত ও উদ্বিগ্ন যে পরিস্তিতি মোকাবেলায় পাক প্রধানমন্ত্রীর বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজকে বিবৃতি দিয়ে উদ্বেগ কাটানোর চেষ্টা করতে হয়েছে। কিন্তু তাতেও আতঙ্ক যায়নি, কারণ আজিজের নিজের বিবৃতিতেও স্পষ্ট যে পাকিস্তান উদ্বেগে রয়েছে।

গত মঙ্গলবার অর্থাৎ ৭ জুন, ২০১৬ পাকিস্তানের সেনেট বৈঠকে ভারতের অ্যান্টি-মিসাইল সিস্টেমের সাফল্য নিয়ে আলোচনার ঝড় ওঠে। পাক মিডিয়াতেই সেনেটের সেই আলোচনার খবর প্রকাশিত হয়েছে। দেখে নেওয়া যাক পাকিস্তানের সাংসদরা ঠিক কী বলেছেন সে দিনের আলোচনায়।

পাকিস্তানে ক্ষমতাসিন দল মুসলিম লিগ (নওয়াজ) সাংসদ জাভেদ আব্বাসি বলেছেন গত ১৯৯৮ সালে ভারত পরমাণু বিস্ফোরণ ঘটানোর পর দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। এখনও সেই একই অবস্থা। আমি জানি না আমাদের সেনাবাহিনী এর কী জবাব দিয়েছে। আমার পরামর্শ হল, দেশের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের প্রত্যেকের উচিত ভারতের এই অ্যান্টি-মিসাইল ব্যবস্থা সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী বিকল্প ব্যবস্থা নেওয়া।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন