আন্তর্জাতিক ডেস্ক: দৃষ্টিশক্তি না থাকলেও দৃষ্টান্ত স্থাপন করবেন। এভারেস্টে উঠবেনই। দৃঢ় মনোবল সম্বল অভিজিতের। অন্যরা পারলে ওরাই বা নয় কেন বলেন ট্রেনার ইন্দ্রনাথ। শীর্ষে পৌঁছনোর ইচ্ছে থাকলেও শেষরক্ষা হয় না। সুস্থ মানুষ অসুস্থ দেহে ফেরেন। কারোর ফেরাই হয় না।
এই যখন পরিস্থিতি তখন যদি এমন কেউ যদি বলেন যাবেন আটহাজার আটশ' মিটার উঁচুতে তাঁদের দৃষ্টিশক্তি না থাকালেও । চাই অদম্য মনের জোর। আর আর্থিক আনুকুল্য। প্রপার ট্রেনিং। বলছেন দৃষ্টিহীনদের পর্বতারোহনের এই প্রশিক্ষক।
ট্রেনার ইন্দ্রনাথবাবু অভিজিতদের হাতে ধরে শেখাচ্ছেন। নিয়ে যেতে চাইছেন উচ্চতার শিখরে। এর মধ্যে সান্দাকফুর মতো পর্বতে এঁদের নিয়ে উঠেছেন।
ট্রেনিং চলছে দার্জিলিংয়ে। যদিও প্রতি পদে পদে বিপদ। বিপদ আছে। তাতে থোড়াই কেয়ার। মনের জোরেই বন্ধুর বাধা টপকে উঁচুতে পৌঁছবেন একদিন না একদিন।