News71.com
 International
 10 Jun 16, 06:41 PM
 657           
 0
 10 Jun 16, 06:41 PM

আফগানিস্তানে কলকাতার নারী এনজিওকর্মী অপহৃত ।।

আফগানিস্তানে কলকাতার নারী এনজিওকর্মী অপহৃত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে জুধিত ডিসুজা নামে কলকাতার এক নারী এনজিওকর্মী অপহৃত হয়েছেন। কাবুল শহরের তাইমানি অঞ্চল থেকে তাকে অপহরণ করা হয়েছে জানা যায় । কলকাতার এই বাঙালি এনজিওকর্মী ‘আগা খান ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

তার পরিবারের সদস্যরা কলকাতা থাকেন। ভারতীয় দূতাবাস এ বিষয়ে আফগান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। জানা যায়, আফগান প্রশাসনের তরফে ওই নারী এনজিওকর্মীর মুক্তির জন্য কাজ করছে । গতকাল রাতে অথবা আজ খুব ভোরের দিকে এ ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন