আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে জুধিত ডিসুজা নামে কলকাতার এক নারী এনজিওকর্মী অপহৃত হয়েছেন। কাবুল শহরের তাইমানি অঞ্চল থেকে তাকে অপহরণ করা হয়েছে জানা যায় । কলকাতার এই বাঙালি এনজিওকর্মী ‘আগা খান ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
তার পরিবারের সদস্যরা কলকাতা থাকেন। ভারতীয় দূতাবাস এ বিষয়ে আফগান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। জানা যায়, আফগান প্রশাসনের তরফে ওই নারী এনজিওকর্মীর মুক্তির জন্য কাজ করছে । গতকাল রাতে অথবা আজ খুব ভোরের দিকে এ ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।