News71.com
 International
 10 Jun 16, 12:58 PM
 564           
 0
 10 Jun 16, 12:58 PM

পেদ্রো পাবলো কুশিন্স্কি পেরুর নতুন রাষ্ট্রপতি নিবার্চনের পথে .....

পেদ্রো পাবলো কুশিন্স্কি পেরুর নতুন রাষ্ট্রপতি নিবার্চনের পথে .....

আন্তর্জাতিক ডেস্কঃ পেরুর রাষ্ট্রপতি নির্বাচিত হবার পথে সাবেক বিশ্ব ব্যাংক কর্মকর্তা পেদ্রো পাবলো কুশিন্স্কি। সাবেক স্বৈরশাসক আলবের্তো ফুজিমোরির মেয়ে কেইকো ফুজিমোরিকে তিনি সামান্য ভোটের ব্যাবধানে পরাজিত করেছেন বলে প্রকাশিত হয়েছে। যদিও ইলেক্টোরাল কলেজ তাকে এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করে নি ।

প্রথম দফার ভোটে দ্বিতীয় হওয়া কুশিন্স্কি ইতিমধ্যে সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন টুইটারে। নির্বাচনের আগে সম্ভাব্য রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচিত হওয়া কেইকো অবশ্য এখনও পরাজয় স্বীকার করেন নি। কুশিন্স্কি এর আগে প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১-এর নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন। মধ্য-ডানপন্থী এই নেতা স্ত্রীর সূত্রে পাওয়া মার্কিন নাগরিকত্ব নিয়ে সমালোচিত হয়েছিলেন, পরে তিনি তা ত্যাগ করেন। আগামী ২৮ই জুলাই বর্তমান রাষ্ট্রপতি হুমালা সদ্য নির্বচিত রাষ্ট্রপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন